বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

পূর্বধলায় পাট উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ 

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি 

পূর্বধলায় পাট উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ 

‘পাট শিল্পের অবদান স্মাট বাংলাদেশ বিনির্মাণ’ এই প্রতিপাদ্যেকে সামনে রেখে নেত্রকোনার পূর্বধলায় গতকাল পাট উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ও উপজেলা প্রশাসনের আয়োজনে উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সমপ্রসারণ (১ম সংশোধিত) প্রকল্পের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ খবিরুল আহসান। অনুষ্ঠিত প্রশিক্ষণে উপজেলার ১১টি ইউনিয়নের পাট ও বীজ উৎপাদনকারী ৭৫ জন চাষী অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন পাট অধিদপ্তরের যুগ্ম সচিব রায়না আহমদ।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা পাট উন্নয়ন কর্মকর্তা আতাউর রহমান নোমানী, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমদ রাজ্জাক সরকার , উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আলমগীর কবীর, নেত্রকোনা সদর উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা সুজিত গোস্বামী, পূর্বধলা উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো. সামছুল ইসলাম প্রমুখ। 

প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, ড. সালমা লাইজু। দিনব্যাপী অনুষ্ঠিত প্রশিক্ষণে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পাটবীজ উৎপাদনের কলাকৌশল, পাট বীজ কর্তন, মাড়াই, সংরক্ষণ ও বিপণনের কলাকৌশল নিয়ে আলোচনা করা হয়।

টিএইচ